জনগণের ভোটাধিকার হাইজ্যাক করছেন আ.লীগ : হান্নান শাহ
এইদেশ এইসময়, ঢাকা : ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ। তিনি বলেন, বর্তমান সরকার অবৈধ। দেশ এবং বিশ্ব দেখেছে কিভাবে তারা জনগণের অধিকার হনন করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী তৃণমূল দলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ একাদশ নির্বাচন চাই।
উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, উপজেলা নির্বাচনে আমরা একক প্রার্থী দিয়ে তাদেরকে জয়ী করার জন্য টিম ভিত্তিক কাজ করছি।