প্রবল ঘূর্ণিঝড়ের কবলে মুম্বাই
ভারতের মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। ইতিমধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া দফতরের বরাতে ভারতের সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়া জানিয়েছে, বুধবার ঘূর্ণিঝড় নিসর্গ মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টিও ঝরবে৷ ঘূর্ণিঝড়ের গতিবেগ ১২৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০০ বছরের বেশি সময় পর ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের ওপর দিয়ে বয়ে যাবে কোনো সাইক্লোন।
শুধু সাইক্লোনই নয়, এটি আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘প্রবল সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড়টির কারণে বৃহস্পতিবার পর্যন্ত কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও গুজরাটে ভারী বর্ষণ হবে। মুম্বাইয়ের পার্শ্ববর্তী এলাকা থানে, পালঘর, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা ও কোঙ্কনের আশেপাশের এলাকায় ঝড়টি ব্যাপক তাণ্ডব চালাবে।