বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, December 28, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » শক্তিশালী বেগে ভারতে আঘাত হেনেছে সাইক্লোন নিসর্গ, তাণ্ডব শুরু

শক্তিশালী বেগে ভারতে আঘাত হেনেছে সাইক্লোন নিসর্গ, তাণ্ডব শুরু 

155234_bangladesh_pratidin_strome

পূর্বাভাস অনুযায়ী দুপুর ১টায় ভারতের মহারাষ্ট্রের উপকূলবর্তী দক্ষিণ আলিবাগ অঞ্চলে ল্যান্ডফল করল সাইক্লোন নিসর্গ। আগামী তিন ঘণ্টা এর তাণ্ডব চলবে। দু’ সপ্তাহের ব্যবধানে ভারত আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় এটি। তাছাড়া, গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মুম্বাইয়ে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড় এটি। বুধবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ঘণ্টায় প্রায় ১২০ থেকে ১৪০ কিলোমিটারের শক্তিশালী বেগে আছড়ে পড়েছে এই ঝড়, যা আগেই পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা। অর্থাৎ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার আম্ফানের পর নিসর্গই ভারতের অন্যতম বড় সাইক্লোন। আবহবিদদের মতে এর প্রভাব পড়বে গুজরাটেও। সাইক্লোনের ভয়াবহতা আঁচ করে ইতিমধ্যেই করা হয়েছে সুরক্ষামূলক পদক্ষেপ। মহারাষ্ট্রে জারি হয়েছিল রেড অ্যালার্ট। পাশাপাশি সময় থাকতে উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে  প্রায় ১৫,০০০ পরিবারকে। কাজ করছে একাধিক বিপর্যয় মোকাবিলা টিম। ইতিমধ্যে থানে ও মুম্বাই এলাকায় বিপুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone