চীন-ভারত উত্তেজনা নিয়ে মোদিকে ফোন ট্রাম্পের
পূর্ব লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।মঙ্গলবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
দুদেশের মধ্যকার উত্তেজনা নিয়ে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে,সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে সোমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের অবস্থানের বিষয়ে বেইজিংকে রীতিমত শাসিয়েছে ওয়াশিংটন।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রধান ইলিয়ট অ্যাঞ্জেল বলেন,আমি কঠোরভাবে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে চীনকে নিয়ম, কূটনীতি ও বর্তমান প্রক্রিয়া মানতে বলছি।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, লাদাখ ও সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা টহলে বাধা দিচ্ছে চীন।পাশাপাশি চীন সীমান্তে ভারতীয় সেনার প্রবেশের জন্যই উত্তেজনা তৈরির চীনা দাবি প্রত্যাখ্যান করেছে দিল্লি।
ডোকালামের পর ভারত ও চীনের মধ্যে এটিই সবচেয়ে গুরুতর ইস্যু। পূর্ব হিমালয় এলাকার এই সীমান্ত নিয়ে ২০১৭ সালে দুই দেশের মধ্যে তিন মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল।
সপ্তাহ খানেক আগে প্রেসিডেন্ট ট্রাম্প বেইজিং-নয়াদিল্লির মধ্যে উত্তেজনা প্রশমন ও মধ্যস্ততার প্রস্তাব দেন। ভারত সেই প্রস্তাব গ্রহণ করলেও চীন প্রত্যাখান করে।
মঙ্গলবারের ফোনালাপে চীন ইস্যু ছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়।
ফোনালাপের পর ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সমাধানে দ্রুত উপায় বের করার জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।
ফোনালাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আগামী জি ৭ সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান ট্রাম্প।ফোনালাপের পর টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বন্ধু ট্রাম্পের সঙ্গে তার খোলামেলা কথা হয়েছে। তিনি দুদেশের সম্পর্ক আরও উচ্চ মাত্রায় যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।