বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, December 28, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন রেকর্ড 

image-312728-1591331811

ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হলো না।

গতকাল বৃহস্পতিবার সকালে দেয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হলেন ৯ হাজার ৩০৪ জন। এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ৯১৯।

এছাড়া উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধিতেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫ জনের।

এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮৭ জনের। মৃতের সংখ্যার নিরিখে এর পর রয়েছে গুজরাট (১,১২২), দিল্লি (৬০৬), মধ্যপ্রদেশ (৩৭১), পশ্চিমবঙ্গ (৩৪৫), রাজস্থান (২০৯), তামিলনাড়ুর (২০৮) মতো রাজ্য।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র বরাবরই শীর্ষে। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৪,৮৬০ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (২৩,৬৪৫), তামিলনাড়ু (২৫,৮৭২), গুজরাত (১৮,১০০), রাজস্থান (৯,৬৫২), উত্তরপ্রদেশ (৮,৭২৯), মধ্যপ্রদেশ (৮,৫৮৮), পশ্চিমবঙ্গ (৬,৫০৮), বিহার (৪,৩৯০), অন্ধ্রপ্রদেশ (৪,০৮০), কর্নাটক (৪,০৬৩), হরিয়ানা (২,৯৫৪), জম্মু-কাশ্মীর (২,৮৫৭), অসমের (১,৬৭২) মতো রাজ্য।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৫০৮ জন। মৃত্যু হয়েছে ৩৪৫ জনের। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেবে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত কিন্তু অন্য কারণে অর্থাৎ কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।

ভারতে করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ১০৭ জন। যা মোট আক্রান্তের প্রায় ৪৮ শতাংশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone