যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে ১১২ বাংলাদেশি
কোভিড-১৯ মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ১১২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হচ্ছে। বিশেষ বিমানে করে আজ বিকালে তাদের দেশে আসার কথা রয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশের পথে রওয়ানা দিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং কনস্যুলেটের কর্মকর্তারা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউআর-৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতি করে বিমানটি রোববার বিকালে পৌনে ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, গবেষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী রয়েছেন এই যাত্রীদের মধ্যে।
কিউআর-৩৪৫৮ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত আনা দ্বিতীয় বিশেষ বিমান।