রাজধানীর দুই এলাকা লকডাউনের ইঙ্গিত
করোনা সংক্রমণ ঠেকাতে ধানমণ্ডির রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারি এলাকা পরীক্ষামূলক আগামীকাল রোববার থেকে লকডাউন করা হতে পারে।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের আহ্বায়ক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান শনিবার রাতে সাংবাদিকদের বলেন, “ওই দুটি এলাকায় দুই-এক দিনের মধ্যে লকডাউন হলে হতে পারে। মূল সিদ্ধান্তটা আসে ডিজি হেলথ থেকে। তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন থাকে। আমার জানা মতে এখন পর্যন্ত এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি।”
তিনি বলেন, “কোনো এলাকা লকডাউন করার জন্য বিশেষজ্ঞদের সুপারিশ লাগে। বাস্তবায়নের আগে উপরের লেভেলের অনুমতি লাগে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়েরও হতে পারে।”
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, “আমরা টেলিভিশনে খবর দেখেছি কাল থেকে ওই এলাকায় লকডাউন। কিন্তু আমরা এখনও এ বিষয়ে সিদ্ধান্ত পাইনি। সিদ্ধান্ত পেলে আমরা লকডাউনে চলে যাব। আমাদের সব প্রস্তুতি আছে। আমাদের কাউন্সিলরদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।”