আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা
এইদেশ এইসময়, টঙ্গী : আমিন আমিন ধ্বনিতে শেষ হল বিশ্ব ইজতেমা। রবিবার সকাল ১০টা আগেই শুরু হয় আখেরি মোনাজাত। এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিরা হাজির হন ইজতেমার ময়দানে। বিএনপি বিশ্ব ইজতেমার জন্য রবিবারের বিক্ষোভ সূচি পিছিয়ে সোমবার ঠিক করেছে। ইসলামপ্রিয় মুসল্লিদের পদচারণায় তুরাগ তীরে তিল ধারণের জায়গা ছিল না। সব মানুষের লক্ষ্যস্থল ছিল যেন তুরাগ তীর।
গত শুক্রবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদ আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার সূচনা করেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে ৩৩টি জেলার মুসল্লিরা যোগ দিয়েছেন। ইজতেমার মাঠে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ৩৩টি জেলার মুসল্লিদের জন্য ময়দানকে ৩৮ খিত্তায় ভাগ করা হয়েছে।
ইতোমধ্যে ওই সব জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে পৌঁছে গেছেন। আজ শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লি আসা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৪ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
দুই পর্বে ভাগ হয়ে এবারও প্রথম পর্বের তিন দিনের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি। চার দিন বিরতির পর শুক্রবার থেকে শুরু হয় দ্বিতীয় পর্ব। আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।