ইরানে বিয়ের অনুষ্ঠান থেকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ
ইরানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেছেন।
ফের সংক্রমণ বাড়লেও অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখা ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এতে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। করোনার সংক্রমণ কমে আসায় এপ্রিলের মাঝামাঝি থেকে ইরান লকডাউন শিথিল শুরু করে। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে।
শনিবার তেহরানে করোনাভাইরাস মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ক সদর দফতরে এক বৈঠকে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, যেহেতু এই মহামারী কবে নাগাদ শেষ হবে তার সুনির্দিষ্ট সময়সীমা নেই সে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমাদেরকে স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে।