জেদ্দায় আবার কারফিউ মসজিদে নামাজ বন্ধ
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারও জেদ্দা শহরে দুই সপ্তাহের জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব।
শনিবার থেকেই নতুন করে এই কারফিউ কার্যকর হয়েছে। খবরে জানানো হয়েছে, কারফিউ প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে ভোর ৬টায় শেষ হবে।
সঙ্গে সঙ্গে জেদ্দার সব মসজিদে আবারও নামাজ আদায় স্থগিত করা হয়েছে। তবে আজান দেয়া যাবে। এসপিএ, আল আউসাত
Posted in: আর্ন্তজাতিক