দেশে আইসিইউ কয়টা, বণ্টন হয় কিভাবে জানতে চান হাইকোর্ট
সারাদেশের হাসপাতালগুলোর আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে করোনা রোগীদের জন্য কয়টা আইসিইউ, কয়টা বেড রয়েছে সেগুলো কিভাবে বণ্টন হয় তা বুধবারের মধ্যে জানাতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আইনজীবী ইয়াদিয়া জামান জানান, শুনানিতে করোনা উপসর্গের রোগীদের বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।
সারাদেশে আইসিইউ বেডের সংখ্যা কত, সেগুলো কীভাবে বণ্টন হয় সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের বেড মনিটরিংয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বুধবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান রিটটি দায়ের করেছিলেন।