বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » লকডাউন অভিজাতদের পক্ষেই সুবিধাজনক: ইমরান খান

লকডাউন অভিজাতদের পক্ষেই সুবিধাজনক: ইমরান খান 

image-313867-1591633129

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও ফের লকডাউন জারি করতে রাজি নন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তার দাবি, লকডাউন অভিজাতদের পক্ষেই সুবিধাজনক। তাতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন দেশের গরিবরাই।

ইমরান খান বলেন, লকডাউন চাইছেন অভিজাতরা যাদের বিশাল বাড়ি রয়েছে। কারণ এতে তাদের আয়ে প্রভাব পড়বে না। কিন্তু এটি গরিব মানুষকে ধ্বংস করে দেবে।

সোমবার ইসলামাবাদে করোনা সংক্রান্ত এক মিটিংয়ে পাক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে।

ফেব্রুয়ারিতে মহামারী শুরুর পর রোববার পাকিস্তানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেখানে মোট আক্রান্ত এক লাখ তিন হাজার ৬৭১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৬৭ জনের।

সোমবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে আক্রান্তের দিক দিয়ে ছয় সংখ্যার ঘরে ১৫তম দেশ হিসেবে সৌদি আরব নাম লেখায়। তবে রিয়াদ ১ লাখ এক হাজার ৯১৪ জন আক্রান্তের সংখ্যা নিয়ে পাকিস্তানের পরেই অবস্থান করছে।

দক্ষিণ এশিয়ার অঞ্চলে ভারতের পরেই আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone