খুলে দেওয়া হলো ইনকিলাব ছাপাখানা
এইদেশ এইসময়, ঢাকা : বিতর্কিত সংবাদ পরিবেশনের অভিযোগে সিলগালা করে দেয়া দৈনিক ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাপাখানা খুলে দেয়া হয় বলে পত্রিকা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সোহেল জানান, সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের চার জন কর্মকর্তা এসে ছাপাখানা খুলে দেন। তবে উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট পিটিশন থাকায় এখনই পত্রিকা প্রকাশ করছে না ইনকিলাব কর্তৃপক্ষ। রোববার রিটটির শুনানি রয়েছে। আদালতের আদেশের ওপর পত্রিকা প্রকাশ নির্ভর করছে বলে জানায় কর্তৃপক্ষ।
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে একটি সংবাদ প্রকাশের জের ধরে গত ১৬ জানুয়ারি রাতে দৈনিক ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে তিন সাংবাদিককে আটক করে পুলিশ। সেদিনই সন্ধ্যায় ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। ২৯ জানুয়ারি পত্রিকার প্রতিবেদক আতিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে এরপর ১৮ জানুয়ারি পত্রিকাটির ওয়েবসাইটে ‘আমরা দুঃখিত’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করা হয়। পত্রিকাটি।