বিএনপির পাঁচ নেতার জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ
প্রধান প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলটির শীর্ষস্থানীয় চার নেতার জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেওয়া হয়েছে।
রোববার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখে এ আদেশ দেন।
জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিএনপির নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারুক হোসেন।
গত ২১ জানুয়ারি বিএনপির এই চার নেতাকে হাইকোর্ট জামিনের আদেশ দেন।
সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে যায়। চেম্বার বিচারপতি পর পর দুবার শুনানির পর তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। রোববার শুনানি শেষে আপিল বিভাগ তাদের জামিন আদেশ বহাল রাখেন ও রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সোনারগাঁও হোটেলের সামনে থেকে আটক করা হয় ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে।
সে রাতেই চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় আটক হন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।