বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 1, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দাম কমবে

দাম কমবে 

bd-pratidin-001-2020-06-11-02

প্রস্তাবিত বাজেটে বরাবরের মতো বিভিন্ন পণ্যের ওপর কর অব্যাহতি রাখা হয়েছে। ফলে কমবে এসব পণ্যের দাম কমবে। যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হচ্ছে- চিনি, সোনা, সরিষার তেল, এলপিজি সিলিন্ডার, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোলট্রি, ডেইরি, মৎস্য শিল্পে ব্যবহৃত উপকরণ, ডিটারজেন্ট, ইলেকট্রিকাল সিগন্যাল যন্ত্রপাতি, আইসিইউ যন্ত্রপাতি। স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের ওপর কর অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের দাম কমবে। এর মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ডগ্লাভস, বিভিন্ন রকম ওষুধ আমদানির ক্ষেত্রে কর অব্যাহতি রাখায় বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের দাম কম মূল্যে পাবেন গ্রাহকরা। চোরাচালান রোধে স্বর্ণ আমদানিতেও দেওয়া হয়েছে ভ্যাট অব্যাহতি। ফলে এ বছর কমে যাবে স্বর্ণের গয়নার দাম। স্থানীয় কৃষি পণ্য হিসেবে সরিষার তেলে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও কর অব্যাহতি দেওয়ায় দাম কমবে অটোমোবাইল, ফ্রিজ, এসির। ডিটারজেন্টের কাঁচামালের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে। ইস্পাত শিল্পের রিফ্রাক্টরি সিমেন্টের ওপর শুল্ক কমানো হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone