সমাবেশ থেকে কেউ করোনা আক্রান্ত হলে দায় নেবেন না ট্রাম্প!
আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমণ ছাড়াল ২১ লাখ। বৃহস্পতিবার রাতেই তারা এই রেকর্ড সৃষ্টি করেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সেপ্টেম্বরেই মৃত্যু ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এ সব নিয়ে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও মাথাব্যথা নেই। তিনি তার নির্বাচনী সভার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, ‘আমেরিকায় মৃত্যু এক লাখের আশেপাশে থেমে যাবে।’ তবে তা যে মিলবে না, তা এখনই বলে দিচ্ছে উচ্চ মহল। আপাতত মৃত্যু ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।
এর মধ্যেই ট্রাম্প ১৯শে জুন সভা করবেন। সেই সমাবেশে অংশগ্রহণকারীদের বলা হয়েছে, ‘এখানে রেজিস্টার করার সাথে আপনি স্বীকার করছেন যে কোনও সমাবেশে, যেখানে মূলত অনেক মানুষের একত্রিত হওয়ার ব্যাপার থাকে সেখানে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। সমাবেশ থেকে কেউ করোনা সংক্রমিত হলে ডোনাল্ড ট্রাম্প, বিওকে সেন্টার, এএসএম গ্লোবাল বা তাদের কোনও অনুমোদিত পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট, ঠিকাদার, বা কোনও স্বেচ্ছাসেবী সংস্থা এর জন্য দায়বদ্ধ থাকবে না।’ ট্রাম্পের পার্সোনাল ওয়েবসাইটে এই বার্তা দেওয়া হয়েছে।
আগামী মাসগুলোতে আমেরিকায় কী হতে চলেছে, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। অ্যারিজোনা, নিউ মেক্সিকোর মতো জায়গায় সংক্রমণের হার ৪০ শতাংশ। এরই মধ্যে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে বিদ্রোহ ছড়িয়েছে। সামাজিক দূরত্বের দফারফা হয়ে গেছে তাতে। এরই মধ্যে চীন নতুন করে কপালে ভাঁজ ফেলছে। গত দু’দিনে তারা মোট ১০টি সংক্রমণের কথা জানিয়েছে। এর মধ্যে বেইজিংয়ে দু’জনের। তারা দু’জনেই বেইজিংয়র মিট ফুড রিসার্চ সেন্টারের পদস্থ কর্মী। ৫৬ দিন পর এই সংক্রমণ ফের দেখা দেওয়ায় স্বাভাবিক ভাবে আতঙ্কিত জিনপিং প্রশাসন। ব্রাজিল ও রাশিয়াতেও সংক্রমণ বাড়ছে।