যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গ হত্যা, আটলান্টা পুলিশ প্রধানের পদত্যাগ
কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে নতুন করে উত্তাল যুক্তরাষ্ট্র। এবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। শুক্রবার রাতের ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছেন শহরটির পুলিশ প্রধান এরিকা শিল্ডস।
এ ব্যাপারে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, একটি রেস্টুরেন্টের বাইরে রেয়ার্ড ব্রুকস নামের ২৭ বছর বয়সী এক যুবক গাড়িতে ঘুমিয়ে ছিলেন। পুলিশ তাকে দেখতে পেয়ে তল্লাশি করতে যায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করার সময় গুলি চালায়।
স্থানীয় মেয়র কেইশা ল্যান্স বটম পুলিশ প্রধানের পদত্যাগের খবর নিশ্চিত করে বলেছেন, ‘সন্দেহজনক ব্যক্তি পালানোর চেষ্টা করলেও তাকে হত্যার কোনো যুক্তি নেই। গুলি চালানো ঠিক আছে কি না, তা নিয়ে হয়তো বিতর্ক হবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এভাবে শক্তি প্রয়োগ ঠিক হয়নি।’
এদিকে, নতুন এই হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রে আন্দোলন শুরু হয়েছে। আটলান্টায় শনিবার কয়েক শ আন্দোলনকারী রাস্তা অবরোধ করেন। গুলিতে মারা যাওয়া ব্রুকসের পরিবারের সদস্যদেরও সেখানে দেখা যায়।
এর আগে ২৫ মে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামের আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার পর দেশটিতে বর্ণবাদবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করে। সেই আন্দোলন দেশে দেশে ছড়িয়ে পড়েছে।