স্যামসাং আনছে ‘গ্যালাক্সি নোট থ্রি নিও’
প্রযুক্তি ডেস্ক : ‘গ্যালাক্সি নোট থ্রি নিও’ নামে গ্যালাক্সি সিরিজে আরও একটি স্মার্টফোন যুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।
সাড়ে পাঁচ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনটির রেজুলেশন ৭২০ বাই ১২৮০। ১ দশমিক ৬ গিগাহার্টজের কোয়াড কোরের প্রসেসরের স্মার্টফোনটি কালো, সাদা ও সবুজ এই তিনটি রঙে আন্তর্জাতিক বাজারে আসবে চলতি মাসেই।
স্মার্টফোনটির দুটি সংস্করণ পাওয়া যাবে। একটি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোরজি) ও অপরটি নন ফোরজি।
ফোরজি বা এলটিই সংস্করণটিতে থাকবে হেক্সা কোর প্রসেসর, দুই গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে স্মার্টফোনটিতে। স্মার্টফোনের দাম বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর স্যামসাং ‘গ্যালাক্সি নোট থ্রি নিও’ স্মার্টফোনটিতে স্টাইলাস পেন সমর্থন করবে। এনএফসি, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ও ইনফ্রারেড কানেকটিভি সুবিধাও থাকবে স্মার্টফোনটিতে।