রাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন শিক্ষার্থী।
রোববার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ হামলার ঘটনা ঘটে।
বেলা ১২টার দিকে এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ছে। ব্যাপক লাঠিচার্জ চলছে। পুলিশের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ কর্মীরা ককটেল হামলা চালিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান পুলিশের সাহায্যে রবীন্দ্র কলা ভবনের মূল ফটক খোলার চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় পুলিশ আকস্মিকভাবে হামলা শুরু করে এবং তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ কর্মীরা।
উল্লেখ্য, বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যা কোর্স বন্ধের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, প্রশাসন ভবন ঘেরাও, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা।