বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 29, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বাড়ছে সুস্থতার হার, বিশ্বব্যাপী করোনামুক্ত হলেন ৪৩ লাখের বেশি মানুষ

বাড়ছে সুস্থতার হার, বিশ্বব্যাপী করোনামুক্ত হলেন ৪৩ লাখের বেশি মানুষ 

114417_bangladesh_pratidin_corona-world

গত ছয় মাস ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে অসংখ্য সাধারণ মানুষ। করোনা আতঙ্কে বিশ্বের শতাধিক দেশে মাসের পর মাস ঘরবন্দি হয়ে কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। এ পর্যন্ত সারা বিশ্বের ৪ লাখ ৪৫ হাজার ৯৮৬ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তবে এ বার এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে মানব সভ্যতা।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের মোট ৮২ লাখ ৫৭ হাজার ৮৮৫ জন আক্রান্ত হযেছেন করোনাভাইরাসে, যার মধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৯৮৬ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তবে আশা জাগিয়ে বেড়েছে করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার।

এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৭৪৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এই পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৫২ শতাংশেরও বেশি। আর মোট মৃতের তুলনায় প্রায় ১০ গুণ  বেশি মানুষ সুস্থ হয়েছেন ভাইরাসের প্রকোপ কাটিয়ে। সূত্র: জি নিউজ

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone