বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ন্যাড়া হলেন শহীদ কাপুর

ন্যাড়া হলেন শহীদ কাপুর 

sohid ai

বিনোদন ডেস্ক : বিশাল ভরদ্বাজের হায়দার ছবির জন্য মাথা মুড়িয়েছেন শহীদ কাপুর। আর তাতেই ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন চরম হুলুস্থুলু! ট্যুইটের পর ট্যুইটের ঝড়ও বয়ে যাচ্ছে সামাজিত যোগাযোগ মাধ্যমে। ‘না শহীদ, তুমি ন্যাড়া হয়ো না’! কে নেই এই ট্যুইটের তালিকায়! নামজাদা নায়িকা থেকে শুরু করে অনাম্নী অঙ্গনা, সব্বাই মাথা কুটে মরছেন শহীদের এই সিদ্ধান্তে। মাহি গিল তো স্পষ্টই কাকুতি-মিনতি করেছেন। ভাবটা এমন, যদি চুলই না থাকল, তবে আর রইলটা কী!

কিন্তু শহিদ-ই বা কী করেন! চরিত্রের প্রয়োজন হলে কত কী-ই না করে থাকেন নায়ক-নায়িকারা, তা নিয়ে এমএমএস-ও ছড়িয়ে পড়ে, আর এ তো সামান্য চুলের গোছা! তা বলে একদমই যে দোনামোনা ছিল না নায়কের মনে- এমনটাও কিন্তু নয়। বরং যে দিন থেকে উইলিয়ম শেক্সপিয়রের `হ্যামলেট` অবলম্বনে বিশাল ভরদ্বাজের হায়দার হতে রাজি হয়ে গিয়েছেন নায়ক, সেই দিন থেকেই হ্যামলেটের দ্বিধাদ্বন্দ্ব গ্রাস করেছে তাকেও।

তিনিও ভুগছিলেন হ্যামলেটের মতোই দোলাচলে- `টু বি অর নট টু বি`! চুল রাখব না কুল রাখব! বাবা পঙ্কজ কাপুর তো অভিনয়ের স্বার্থে কত কিছু করেছেন, এবারে যদি সেই বংশগরিমায় কলঙ্কের মরচে পড়ে? তাছাড়া বাবা কাপুর একদা অভিনয় করেছিলেন ওই বিশাল ভরদ্বাজ আর শেক্সপিয়রের `ম্যাকবেথ`-এর মিলিজুলি ‘মকবুল’-এ; এবার যদি ছেলে কাপুর হ্যামলেট থেকে হায়দার হতে না-ই পারল, তবে আর বাপ কা বেটা ফর্মুলা কেমনে থাকে?

শেষমেশ অবিশ্যি কুলটা-ই থাকল! ট্যুইটারে উপচে পড়ল নায়কের মনের রোদন-ধ্বনি। `এখন হায়দারের স্ক্রিপ্টের বাকিটুকু ঝালিয়ে নিচ্ছি। বেশ নার্ভাস লাগছে, আর উত্তেজিতও! আর তো মোটে চারটে দিন রয়েছে হাতে, মাথার চুলে হাত বোলানোর জন্য’! ব্যস, আর কী! খোদ নায়কের যখন এমন মনের বেদন, তখন ভক্তরা তো ধুয়ো তুলবেই। ট্যুইটারেও তাই শুরু হল `ডোন্টগোবল্ডশহীদ` ট্রেন্ড।

এটাই এখন ভারতের সেরা ট্রেন্ড ট্যুইটারে। যে যা পারছেন, লিখে চলেছেন এই বালকান্ডের ইতিহাস। মেয়েরা বেশিরভাগই দুঃখিত আর ছেলেরা তাদের দুঃখ দেখে ঈর্ষাজর্জর! এমন তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে সেই দিন এসে গেল। সেন্সরের কাঁচি যেমন সিনেমাকে গ্রাস করে, সেভাবেই ২৯ জানুয়ারি শহিদের চুলে পড়ল নাপিতের হাত। তারপর? `চপ চপ ডে`, এটুকুই শুধুমাত্র ট্যুইট করে জানিয়েছেন নায়ক।

এই জায়গায় এসে রীতিমতন বিতর্কও তৈরি হয়েছে নায়কের মস্তক-মুণ্ডন নিয়ে।

ব্যাপারটা শুধুই থেমে নেই ভক্তদের অনুরোধ-উপরোধে। এক দলের বক্তব্য, অভিনেতার স্বাধীনতায় হস্তক্ষেপের কোনও মানেই হয় না! আসলে কিছু দিন আগেও তো শহিদের বাজার ভাল যাচ্ছিল না, এখন যদি ন্যাড়া হয়ে সেই পর্ব ফের দোরে কড়া নাড়ে?

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone