বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত, নতুন নিয়ম

‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত, নতুন নিয়ম 

134329_bangladesh_pratidin_Indian

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। কারন ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের।

তবে সীমান্তে যতই উত্তেজনা বাড়ুক, এতদিন দুই দেশের কোনপক্ষই একে অপরকে উদ্দেশ করে গোলাগুলি ছোঁড়েনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দশকব্যাপী সেই নিয়মের এবার পরিবর্তন ঘটাল ভারতীয় সেনা। লাদাখ সংঘর্ষের পরই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ  ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে গোলাবর্ষণ ও গুলি ছোঁড়ার জন্য বাহিনীর পক্ষ থেকে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বদল বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।”

এরপরই ভারতীয় সেনার পক্ষ থেকে LAC-তে অস্ত্র আইনে পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, ১৯৯৬ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এতদিন LAC-র দুইদিকে ২ কিলোমিটারের মধ্যে গোলাবর্ষণ বা গুলি ছোঁড়েনি কোনও পক্ষ। কিন্তু পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরই এবার কঠোর মনোভাব নিচ্ছে ভারত। সেদিনের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহতের পাশাপাশি কমপক্ষে ৭৬ জন সেনা আহত হন। লোহার রডে পেরেক, কাঁটা লাগানো এক অদ্ভুত অস্ত্র নিয়ে সেদিন ভারতীয় সেনাদের উপর চড়াও হয়েছিল চীনা বাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone