দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকালে কেন্দ্রীয় নেতারা ধানমন্ডি ৩২ নম্বর ভবনের সামনে স্থাপিত জাতির পিতার প্রকৃতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীর পক্ষে, পরে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার প্রকৃতিতে শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
Posted in: জাতীয়