বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভোট গ্রহণ চলছে থাইল্যান্ডে

ভোট গ্রহণ চলছে থাইল্যান্ডে 

thailand ai

অনলাইন ডেস্ক : বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে থাইল্যান্ডে ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল আটটার দিকে ভোট গ্রহণ শুরু হয় ।

ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো এবং ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, কিছু কিছু ভোটকেন্দ্র বিরোধীরা অবরোধ করে রাখায় সেখানে ভোট গ্রহণ স্থগিত আছে ।

এ ছাড়া সাবেক মন্ত্রী সুথেপ থাউগসুবানের নেতৃত্বে নির্বাচন বর্জন করেছে সরকারবিরোধীরা। নির্বাচন ঠেকাতে রাস্তায় অবস্থান নিয়েছেন তারা ।

সুথেপ থাউগসুবান স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, যারা ভোট দিতে যাবে তাদের প্রতি কোনো বাধা নেই

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone