সীমানা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে চীনের বিবাদের তালিকা বেশ লম্বা
ভারত ও চীনের মধ্যে ৩৪৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং এই দুই দেশের সেনাবাহিনী নানা সময়ে মুখোমুখি হয়েছে। কিন্তু আকসাই চীনের কাছে গালওয়ান উপত্যকায় গত কয়েকদিনে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেটি সম্ভবত গত ৪৫ বছরে দেশ দুটির মধ্যে প্রথম সীমান্ত সংঘাতে প্রাণহানির ঘটনা।
যার কেন্দ্রে রয়েছে লাদাখ অঞ্চলের উঁচু, অপেক্ষাকৃত কম জনবসতিহীন এলাকার সীমান্ত নিয়ে এই দুই দেশের মধ্যেকার কয়েক দশকের বিরোধ।
তবে গালওয়ান ছাড়াও দেশের আশপাশে একাধিক জায়গায় সমস্যা জিইয়ে রেখেছে চীন।
নেপাল
ভারতের তিনটি এলাকা তাদের দেশের ম্যাপে সম্প্রতি স্থান দিয়েছে নেপাল। এদিকে সে দেশের সার্ভে সংস্থার দাবি পূর্ব নেপালের হুলা, রাসুয়াসহ মোট ৪ জায়গা দখল করে বসে রয়েছে চীন।
দক্ষিণ চীন সাগর
দক্ষিণ চীন সাগরেও বেশ কিছুদিন ধরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন। এই এলাকাটি দুনিয়ার সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ। এই অঞ্চল দিয়ে বছরে ব্যবসা হয় ৩.৫ ট্রিলিয়ন ডলারের।
দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে সমস্যা
দ্বীপের দখল নিয়ে দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে সমস্যা রয়েছে তাইওয়ান, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনামের। এমনকি গোটা তাইওয়ান তাদের বলে মাঝেমধ্যে দাবি করে থাকে চীন।