নেপালে বাস খাদে পড়ে নিহত ১০, আহত অর্ধ-শতাধিক
ইন্টারন্যাশনাল ডেস্ক : নেপালে হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তার খাদে পড়ে ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৬ জন। শুক্রবার সিন্ধুুলি শহর থেকে হালাসি মাদেভ শহর আসার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ আজ রোববার এই তথ্য প্রকাশ করেছে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, ৬৬ জন হিন্দু তীর্থযাত্রী নিয়ে আসার সময় ওখালডুঙ্গা জেলার শুকলাতার গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় চলার সময় পিছলে ৩০০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়ার পর শনিবার মারা যায় আরো সাত জন। এই দুর্ঘটনায় ৫৬ জন তীর্থযাত্রী মারাত্মক আহত হয়েছেন। আহতদের উদয়পুরের কাটারি, বিরাতনগরের নিউরো এবং ললিতপুর জেলার বিএন্ডবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।