ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়াল
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বে আক্রান্তের তালিকায় ভারত চার নম্বরে রয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। একদিনে নতুন করে ৫ হাজার শনাক্ত হওয়ায় রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৬৫ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তামিল নাডুতে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে করোনা শনাক্ত হয়েছে।
করেনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র, এরপরে ব্রাজিল ও তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। পরিসংখ্যানে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ভারতে তামিলনাডু রাজ্য করোনা শনাক্তে তৃতীয় অবস্থানে রয়েছে। রাজ্যটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৯ জন। এনিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে।