বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 1, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ‘সাদ্দামের সেই রাসায়নিক হামলায় পশ্চিমা সমর্থন ভুলবে না ইরান’

‘সাদ্দামের সেই রাসায়নিক হামলায় পশ্চিমা সমর্থন ভুলবে না ইরান’ 

image-320491-1593320860

ইরানের ‘সারদাশত’ এলাকায় ইরাকের সাবেক রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেনের ভয়াবহ রাসায়নিক হামলায় পাশ্চাত্যের সমর্থন দেয়ার কথা ইরানি জনগণ কোনো দিন ভুলবে না। ওই হামলার বার্ষিকীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছে।

১৯৮৭ সালের ২৮ জুন ইরাকের তৎকালীন সরকার ইরানের সীমান্তবর্তী ‘সারদাশত’ শহরে রাসায়নিক বোমা হামলা চালায়। ওই হামলায় ঘটনাস্থলেই ১১০ বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ৮ হাজার মানুষ আক্রান্ত হন। আক্রান্তদের অনেকেই পরে অসহনীয় যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার বার্তায় ওই দুঃসহ স্মৃতি স্মরণ করে বলা হয়েছে– জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে ওই হামলার ব্যাপারে নীরবতা অবলম্বন করেছিল, সে কথাও ইরানের জনগণ ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সারদাশত হামলার বার্ষিকীতে শনিবার তেহরানে আয়োজিত এক সম্মেলনে বলেন, ইরাকের সাবেক শাসক সাদ্দাম আমেরিকা ও ইউরোপের কাছ থেকে পাওয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করে যত মানুষ হত্যা করেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার কোনোটির নিন্দা জানায়নি। ওই রাসায়নিক হামলায় সাদ্দাম সরকার ও তার পৃষ্ঠপোষকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone