নতুন মানচিত্র করায় ভারতের বিরুদ্ধে নেপাল সরকার উৎখাত চেষ্টার অভিযোগ
নয়াদিল্লির বিরুদ্ধে এবার কমিউনিস্ট সরকার উৎখাতের অভিযোগ তুলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
রবিবার প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিজের সরকারি বাসভবনে এক ভাষণে তিনি একথা বলেছেন। খবর দ্য হিন্দু’র।
ওলি দাবি করেন, নেপালের ভূখণ্ড চিহ্নিত করে মানচিত্র করায় খুশি হয়নি ভারত। তিনি বলেন, তাকে পদচ্যুত করা হলে নেপালের স্বার্থে কথা বলার আর কেউ থাকবে না।
এমন সময় তিনি এ অভিযোগ তুললেন, যখন তার পদত্যাগ নিয়ে নিজ দলের ভেতরই দাবি জোরালো হচ্ছে। গণমাধ্যম বলছে, কাঠমাণ্ডুতে কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সাম্প্রতিক বৈঠকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন ওলি। এ বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন, সাবেক মাওবাদী নেতা ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দলীয় প্রধান পুষ্প কুমার দাহাল প্রচন্ড।
১৩ জুন, বিতর্কিত লিমপিয়াধুরা-কালাপানি-লিপুলেখ অঞ্চলকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র পাস হয় নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে। ১৮ জুন বিলে সাক্ষর করেন নেপালি প্রেসিডেন্ট।