আবুধাবি থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি
করোনা প্রাদুর্ভাবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে আটকে পড়া আরও ১৫২ জন বাংলাদেশি ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন। আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে তারা ঢাকা পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করে।
তিনি জানান, আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।
মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন