পপির জীবন হুমকির মুখে
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী পপির জীবন চরম হুমকির মুখে পড়েছে। তার স্বামী এখন পরকীয়ায় আসক্ত। শেষমেশ পপিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তার স্বামী। পপি একদিন সৈয়দপুরে খালার বাসায় বেড়াতে যায়। কৌশলে তার সঙ্গে একই বাসে হিমু সাজিয়ে এক সন্ত্রাসীকে সৈয়দপুর পাঠিয়ে দেয় পপির স্বামী। তারপর ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা।
এমন ঘটনা নিয়েই রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘নোটবুক’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন পপি। আজ রাত ১১টায় এটিএন বাংলায় এটি প্রচারিত হবে ।
টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন শাহাদাৎ, আবীর খান, সৈয়দ ইকবাল, প্যারিস, সুকর্ন আহমেদসহ আরও অনেকে।