মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন ৮ নভেম্বর
মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন (ইউইসি) দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ৮ নভেম্বর নির্ধারণ করেছে। মিয়ানমারের ইউইসি চেয়ারম্যানের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলেও এ খবর প্রচার করা হয়েছে। খবর রয়টার্স এর।
এর আগে, বহু বছর পর ২০১৫ সালে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসেন দেশটির গণতন্ত্রপন্থি, নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী অং সান সু চি।
নির্বাচনটিকে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কেননা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশটিতে এটিই প্রথম কোনো পার্লামেন্ট নির্বাচন।
এবারের নির্বাচনেও সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ (এনএলডি) ভালো করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে গতবারের চেয়ে এবার তাদের আসন সংখ্যা কিছুটা কমতে পারে। কেননা সাধারণভাবে সু চির দল জনপ্রিয় হলেও সংখ্যালঘুদের আর আস্থা ধরে রাখতে পারছে না।
এর আগে, ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন। এ ঘটনায় এরই মধ্যে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে দেশটিকে। এ নিয়ে নতুন জল্পনা।