৭ জুলাই থেকে ঢাকায় ফ্লাইট চালাবে মালিন্দ এয়ার
ঢাকায় ফের ফ্লাইট পরিচালনা শুরু করছে মালিন্দ এয়ার। করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী ৭ জুলাই (মঙ্গলবার) থেকে ঢাকায় ফের ফ্লাইট পরিচালনা শুরু করবে মালয়েশিয়াভিত্তিক এয়ারলাইন্সটি। রবিবার সংস্থাটির পক্ষ থেকে ফ্লাইট পরিচালনার কথা জানানো হয়।
জানা গেছে, ঢাকায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে মালিন্দ এয়ার। তবে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পর্যটকরা এই মুহূর্তে দেশটিতে যেতে পারবেন না। শুধু মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ান নারীকে বিয়ে করে যারা স্থায়ী হয়েছেন তারা ও যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছেন, তারা যাতায়াত করতে পারবেন। এছাড়াও ট্রানজিট যাত্রীরা যেতে পারবেন।