পুলিশের গুলিতে জামায়াত নেতা নিহত
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানী মিরপুরে জামায়াতের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় জামায়াতের দারুসসালাম থানার আমির বেলাল হোসেন (৫০) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর কালসী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত ১৯ দলের বিক্ষোভ কর্মসূচির সমর্থনে সকালে জামায়াতের পল্লবী থানার নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিরপুর কালসী রোড থেকে মিছিলটি বের হয়ে বিহারী ক্যাম্পের পাশে পৌঁছলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি বর্ষণ করে।
এ সময় গুলিবিদ্ধ জামায়াত নেতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।