আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটি প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে মংক্য মারমা (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার বাঙালহালিয়ার কাঁকড়াছড়ি এলাকায় নিজ বাসায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা। তার বাবার নাম সা অং প্রু মারমা।
নিহত মংক্য মারমা রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগ নেতারা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।
এদিকে, বাঙালাহালিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী জানিয়েছেন, আগামী উপজেলা নির্বাচনে মংক্য মারমা প্রার্থী হওয়ার কথা ছিল। এজন্য তাকে গুলি করে হত্যা করা হতে পারে।
অপরদিকে, রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম মংক্য মারমা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।