বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 1, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পরমাণু যুদ্ধে প্রথমেই ঝলসে যাবে জাপান, উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি

পরমাণু যুদ্ধে প্রথমেই ঝলসে যাবে জাপান, উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি 

162428_bangladesh_pratidin_kim-japan

এবার জাপানকে হুঁশিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া। বলা হয়েছে, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যাক্টিভ মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার দৈনিক রোডং সিনমুনের এই প্রতিবেদনে এমনই এক ভয়ঙ্কর হুঁশিয়ারির ইঙ্গিত দেওয়া হয়েছে। খবর কলকাতা ২৪x৭ এর।

এতে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান। এতে আরও বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত।

এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতোটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone