একসঙ্গেই অভিনয় করছেন নিপুণ ও ববি
বিনোদন ডেস্ক : একসঙ্গেই অভিনয় করছেন নিপুণ ও ববি। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে দু’জনকেই একসঙ্গে দেখা যাবে। ছবির নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়ক সাদি।
এবিষয়ে নিপুণ বলেন,মোহাম্মদ হোসেনের ছবিতে কাজ করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তার দুটি ছবিতে আমি কাজ করেছি। ‘আই ডোন্ট কেয়ার’ ছবির গল্প, চরিত্র, ড্রেস ইত্যাদি বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। সেটা দূর হয়ে গেছে। ফলে কাজ করতে আমার কোন সমস্যা হচ্ছে না। প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন বলেন, নিপুণ, বাপ্পি, ববি ও একজন নতুন নায়কের সঙ্গে অনেক শিল্পী নিয়ে আমি আমার পরিকল্পনা অনুযায়ী ‘আই ডোন্ট কেয়ার’ ছবির শুটিং করছি।