দুবাইয়ে নারী পাচার চক্রের মূলহোতা আজম খান দুই সহযোগীসহ গ্রেফতার
দুবাইয়ে নারী পাচার চক্রের মূলহোতা আজম খানকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে দুবাই ড্যান্স ক্লাবের অন্তরালে দেহ ব্যবসার জন্য নারী পাচার চক্রের মূলহোতা আজম খানও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মো. আজমের দুই সহযোগী হলেন, আলামিন হোসেন ওরফে ডায়মন্ড এবং ময়না। গ্রেফতার হওয়া আজম দীর্ঘ আট বছর ধরে দুবাইতে কম বয়সী নারীদের পাচার করে আসছিল বলে স্বীকার করেছে।
রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
বিভিন্ন সূত্রে সিআইডি জানতে পারে একটি চক্র দীর্ঘদিন ধরে দুবাইতে উচ্চ বেতনে কাজের প্রলোভনে বিভিন্ন ড্যান্স ক্লাবে নারী পাচার করে আসছে।