বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 4, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মার্কিন চাপের কাছে কখনোই নতিস্বীকার করব না : ইরান

মার্কিন চাপের কাছে কখনোই নতিস্বীকার করব না : ইরান 

173321_bangladesh_pratidin_irann-news-pic

ইরান কখনোই মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে আরও বলেছেন, জ্বালানি তেলের ওপর নির্ভরতা ছাড়াই ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, মুদ্রাস্ফীতি কমেছে। এসবই হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের মধ্যে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল, এই অঞ্চলের কিছু দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চরমপন্থিরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র চালিয়ে ওয়াশিংটনকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে গেছে।

তিনি বলেন, পরমাণু সমঝোতা সই করে ইরান নিজেকে শান্তিপূর্ণ হিসেবে প্রমাণ করেছে, অপপ্রচার নস্যাৎ করেছে এবং নিরাপত্তা পরিষদকে বাধ্য করেছে অন্যায় ইশতেহারগুলো বাতিল করতে। মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা রক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।

ড. রুহানি ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দিয়ে বলেন, তেহরান এ সংক্রান্ত তৎপরতা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রুহানি সতর্ক করে বলেন, বর্তমানে পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তারা তা মেনে না চললে আন্তর্জাতিক বহুপাক্ষিকতাবাদ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সবাই ক্ষতির শিকার হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone