বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, January 7, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » করোনাকালের সম্মুখসারির কর্মীদের প্রতি শ্রদ্ধা ‘জয় হবে’

করোনাকালের সম্মুখসারির কর্মীদের প্রতি শ্রদ্ধা ‘জয় হবে’ 

175254Capture

কভিড-১৯ মহামারিকালে অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী সম্মুখসারির কর্মীদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জানাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে ‘জয় হবে’ শীর্ষক একটি গান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, গত মার্চে কভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে বাংলাদেশের সম্মুখসারির কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নভেল করোনাভাইরাস রোগের বিস্তার রোধে দিন-রাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন এবং জনসাধারণকে বাড়িতে অবস্থানে সহায়তা করছেন। বাস্তব জীবনের এসকল মহানায়কদের প্রতি শ্রদ্ধা হিসাবে ইউএসএআইডি’র অর্থায়নে এই উদ্যোগটি এবিসি রেডিও (এফএম ৮৯.৬) কর্তৃক বাস্তবায়িত হয়েছে।

সম্মুখসারির কর্মীদের নিকট আমাদের ঋণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারগুলোকে ভালো রাখতে প্রয়োজনীয় সেবা দিতে স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, কাস্টমস কর্মকর্তা, সাংবাদিকসহ মুদি দোকান, ফার্মেসি ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন এক অসাধারণ সেবামূলক কাজ করে যাচ্ছেন। … আপনারা সবাই হলেন প্রকৃত বীর। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম।

ইউএসএআইডি মিশন ডিরেক্টর ডেরিক এস. ব্রাউন বলেছেন, শুধু ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের প্রতি নয়, সেইসাথে সম্মুখসারিতে কর্মরত সকল শ্রেণী-পেশার কর্মী যারা আমাদের হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখেন, আমাদের জন্য খাবার তৈরি ও বিতরণ করেন, অত্যাবশ্যকীয় দোকান খোলা রাখেন, জরুরী নীতিমালা নির্ধারণ করেন, জরুরী খাদ্য পরিবহন করেন, এবং কী ঘটছে সে বিষয়ে প্রতিবেদন তৈরি করেন তাঁদের সবার কঠিন শ্রম ও ত্যাগের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের ধন্যবাদ ও অগণিত প্রশংসা তাঁদের প্রাপ্য। আমাদেরকে নিরাপদ ও অবহিত রাখতে সহায়তার জন্য আমাদেরও তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে।

বিশিষ্ট গীতিকার ফুয়াদ আল মুক্তাদির গানটি গেয়েছেন যেখানে জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পালবাশা, এমিল ও ইসা’সহ একদল প্রতিভাবান বাংলাদেশি তরুণ গায়ক গায়িকা অংশ নিয়েছেন। কভিড-১৯’র বিস্তার রোধে সহায়তাকল্পে সামাজিক দূরত্ব চর্চার অংশ হিসাবে শিল্পীরা নিজেরাই ঘরে বসে এই গানের ভিডিও ধারণ করেছেন। গানটি ইউএসএআইডি’র সামাজিক যোগাযোগমাধ্যম এবং এবিসি রেডিও ও প্রথম আলোর ফেসবুক পেজ থেকে একযোগে প্রদর্শিত হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone