সৌদি বাদশাহ সালমান অসুস্থ, হাসপাতালে ভর্তি
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।
রাজপরিবারের বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, মেডিক্যাল চেক-আপের জন্য ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গলব্লাডারে প্রদাহ দেখা দেওয়ার কারণে বাদশাহ সালমানের চেক-আপের প্রয়োজন দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।
সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের সপ্তম বাদশাহ। তিনি বাদশাহ আব্দুল আজিজের ২৫তম পুত্র। ২০১৫ সাল থেকে তিনি দেশটি শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।