বন্যার্তদের পাশে দাঁড়ান: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেন, করোনাভাইরাস মহামারী নির্বাসন যাওয়ার পূর্বেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারসহ সকল তরুণদের সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।
তিনি বলেন, তরুণরা দেশের মেরুকরণের কারিগর, তারা চাইলে দেশ ও জাতিকে বদলে দিতে পারে। আজ উত্তরায় জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় এই আহবান জানান তিনি।
জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কেএম সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শেখ কামাল উদ্দিন স্মরণের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাকির হোসেন মৃধা, মোড়ল জিয়াউর রহমান, জিয়াউর রহমান জয়, মো. সুমন, মো. মোফাজ্জল হোসেন মায়া, মো. আল-আমিন হোসেন আবির, মো. আমজাদ হোসেন প্রধান, মো. রুবেল, হেলাল উদ্দিন মজুমদার, সাচ্চু বিশ্বাস, আজগর আলী মিন্টু, মাহমুদা, মো. রুবেল, নাঈম ইসলাম প্রমুখ।