করোনা আতঙ্কে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। একই সঙ্গে সীমান্তবর্তী কেইসং শহরকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছেন। দক্ষিণ কোরিয়া সীমান্ত থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় এমন সিদ্ধান্ত নেন কিম জং উন।
এই ব্যক্তির শরীরে কোভিড-১৯ পাওয়া গেলে তিনি হবেন দেশিটির প্রথম অফিসিয়াল করোনা রোগী। জানা যায়, উপসর্গ থাকা ওই ব্যক্তি গত ১৯ জুলাই উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। এরপর তাকে কোয়ারেন্টাইনে রেখে কয়েক দফা মেডিকেল চেকআপ করা হয়।
সম্ভাব্য নতুন রোগীর খবর পেয়ে গতকাল শনিবার (২৫ জুলাই) মহামারী প্রতিরোধ বিষয়ক সভা আহ্বান করেন কিম। কিম সভায় জানান, কেইসং এলাকার প্রতিটি জেলা এবং অঞ্চলকে তিনি পুরোপুরি লকডাউনে রাখতে চান।