সোনালী ব্যাংকে ডাকাতি: র্যাবকে তদন্তভার দেওয়ার নির্দেশ
এইদেশ এইসময় : ঢাকা কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে চুরির মামলার তদন্তভার ৪৮ ঘন্টার মধ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ১৬ কোটিরও বেশি টাকা লুটের ওই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরির্দশকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ওই রিট দায়ের করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ।
এইদেশ এই সময়কে মনজিল মোরসেদ বলেন, বিরাট অংকের এই অর্থ চুরির ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। সংবাদপত্রে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে এ বিষয়টি ব্যাপকভাবে তদন্ত করা উচিৎ। এ ধরনের ঘটনা তদন্তে র্যাবের সাফল্যজনক অভিজ্ঞতা রয়েছে। তাই র্যাবকে এ ঘটনা তদন্তভার দিলে রহস্য উদঘাটন সহজ হতে পারে বলে তিনি মনে করেন।