সাউথ ক্যরোলাইনা উপকূলে দুর্ঘটনা, মার্কিন মেরিন সেনা নিহত
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাউথ ক্যারোলাইনা উপকূলে অবস্থিত একটি দ্বীপে এক দুর্ঘটনায় একজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরও আটজন ।
সামরিক বাহিনীর মালিকানাধীন এ দ্বীপের কাছে মার্কিন মেরিন সেনাদের একটি উভচর যান ডুবে গেলে ওই সেনা মারা যায়। উভচর যানটিতে ১৫ জন সেনা ছিল।
মার্কিন নৌবাহিনীর মালিকানাধীন ওই দ্বীপটি সান দিয়াগো থেকে ৭০ মাইল দূরে অবস্থিত।
Posted in: আর্ন্তজাতিক