আবারও দুই মার্কিন বিমানকে রুশ জঙ্গিবিমানের ধাওয়া
আবারও দুটি মার্কিন গোয়েন্দা বিমানকে আকাশ সীমায় ঢোকার মুহূর্তে বাধা দিয়েছে রুশ জঙ্গিবিমান।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে চার দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশে বাধা দেওয়া হল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, কৃষ্ণ সাগরের ওপর দিয়ে রাশিয়ার আকাশ সীমায় প্রবেশের চেষ্টাকালে দু’টি মার্কিন গোয়েন্দা বিমানকে শনাক্ত করা হয়।
এর পরপরই সেটিকে বাধা দেওয়ার জন্য একটি সুখোই-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়। সুখোই যুদ্ধবিমানের বাধার মুখে মার্কিন দুটি বিমানই ওই এলাকা ছাড়তে বাধ্য হয়।
আমেরিকার দু’টি গোয়েন্দা বিমানের একটি ছিল আরসি-১৩৫ মডেলের, আর অপরটি ছিল পি-৮ পজিডোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোনও সুযোগ মার্কিন বিমানকে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।
এর আগে গত ২৮ জুলাই আমেরিকার একটি গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়।
আমেরিকার বোমারু ও গোয়েন্দা বিমান প্রায়ই রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে। রাশিয়া এসব ঘটনাকে উসকানিমূলক বলে মনে করে।