মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
এইদেশ এইসময়, ঢাকা : দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফের সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দসহ ১৯ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি হোটেল ওয়েস্টিন সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সেটিই ছিল খালেদার প্রথম সংবাদ সম্মেলন। সেদিন তিনি নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং একই সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।