মানব মস্তিষ্কের নতুন অংশ আবিষ্কার
প্রযুক্তি ডেস্ক : মানুষ সৃষ্টির সেরা নাকি খারাপ, এ নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু ঘাড়ের উপর চেপে থাকা মাথার বদলে সে যে পৃথিবীর রাজা এই কথা বোধ হয় ফেরেশতারাও স্বীকার করে নিবেন। মানুষের মত এত বড় মস্তিষ্ক পাওয়ার সৌভাগ্য হয়নি অন্য কোন প্রাণীর।
মাথা নিয়ে তত্ত্ব কথা থাক, বরং বিজ্ঞানীদের নতুন তথ্য আপনাদের জানিয়ে দিই। মানুষের মাথায় মানে আমাদের মস্তিষ্কের নতুন অংশ খুঁজে পেয়েছেন পশ্চিমা অক্সফোর্ডের একদল গবেষক।
গবেষকরা জানান, মানুষের মস্তিষ্কের ভেন্টো-ল্যাটারাল ফ্রন্টাল কর্টেক্সকে ১২ টি অংশে ভাগ করে ২৫ জন পূর্ণবয়স্ক মানুষের উপর গবেষণা চালানোর সময় এই নতুন অংশ খুঁজে পেয়েছেন তারা। বিজ্ঞানীরা এই নতুন অংশের নাম দিয়েছেন ল্যাটেরাল ফ্রন্টাল পোল। এর অবস্থান আমাদের ভ্রুর ঠিক নিচে।
গবেষক দলের প্রধান ম্যাথিউ রাশওর্থ জানান, এই অংশের সাহায্যে মানুষ সিদ্ধান্ত ভাল নাকি খারাপ তা যাচাই-বাছাই করে থাকে।
অক্সফোর্ড বিশবিদ্যালয়ের স্নায়ু বিজ্ঞানের এই অধ্যাপক আরও জানান, একই ধরনের পরীক্ষা একাধিক বানরের উপর চালিয়েও ল্যাটেরাল ফ্রন্টাল পোল খুঁজে পাননি তারা।
তিনি বলেন, এই অংশই সম্ভবত মানুষকে মানুষ করেছে।