করোনা: পিছিয়ে গেল দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া
দক্ষিণ কোরিয়ান সেনা কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া দুই দিন পিছিয়ে গেছে। মঙ্গলবার এই মহড়া শুরু হবে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে রবিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে যৌথ মহড়া শুরু হবে মঙ্গলবার থেকে।’
বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া এক সেনা কর্মকর্তার শরীরে গত শুক্রবার করোনা ধরা পড়ে। তাতে রবিবার থেকে এই মহড়া শুরুর কথা থাকলেও তা হয়নি।
এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করবে উত্তর কোরিয়া, যারা একে ‘যুদ্ধের প্রস্তুতি’ মনে করে থাকে।