রাবির হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নির্দেশনা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর রোববার একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, হামলাকারীরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, কোনো সরকারই চায় না শিক্ষাঙ্গনে সন্ত্রাস হোক, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকুক। বর্তমান সরকার রাজনৈতিক পরিবেশকে সহনীয় করতে আন্তরিকভাবে কাজ করছে। এ ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, রোববার রাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সমস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। পাশাপাশি পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এদিন বিকেলে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়।